সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের বৈঠকের গুঞ্জনকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তিনি স্পষ্ট করে বলেন, “এ ধরনের কোনো বৈঠক হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন খবর। কিছু গণমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো কেবল গুজব।”
একই প্রসঙ্গে এনসিপির আরেক নেতা নাসিরউদ্দিন পাটওয়ারী জানিয়েছেন, তিনি বর্তমানে ব্যক্তিগত সফরে কক্সবাজারে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বৈঠকের দাবি সম্পর্কে তিনি কিছুই জানেন না।
এর আগে ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয়, এনসিপির কেন্দ্রীয় নেতারা—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটওয়ারী ও তাসনিম জারার সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল কক্সবাজারে অবস্থানকালে পিটার হাসের সঙ্গে দেখা করেছেন। এই দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।
বিশেষ করে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর মতো গুরুত্বপূর্ণ দিনে এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা কক্সবাজারে অবস্থান করছেন—এ বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক নেটিজেন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে