সংবিধান সংস্কার, নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং সংখ্যানুপাতিক (পিআর) ভোটপদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা বাস ও লঞ্চযোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন।
শনিবার (২৮ জুন) দুপুর ২টায় মূল সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে ভিড় করছেন দলটির নেতাকর্মীরা।
দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানিয়েছেন, সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। এতে জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। প্রথম অধিবেশনে উপস্থিত আছেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
তিনি জানান, মহাসমাবেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার পক্ষে অবস্থান নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
দলীয় সূত্রে আরও জানানো হয়, দুপুর ২টা থেকে শুরু হবে মূল অধিবেশন। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
একুশে সংবাদ/ জা.নি/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

