বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ মে) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। তিনি বলেন, "এই সরকারের মাধ্যমেই জনগণ প্রথমবারের মতো একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যক্ষ করবে।"
সরকারের গঠনমূলক সমালোচনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন হোক বা তত্ত্বাবধায়ক, জনগণের উচিত সরকারের প্রতি গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখা। কোনো রকম মান-অভিমান বা রাজনৈতিক রাগ-বিদ্বেষের সুযোগ নেই।”
আওয়ামী লীগ সরকারের গত এক দশকের শাসনামল নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “সংবিধানে জনগণের ভোটের অধিকার থাকলেও বিগত সরকার সেই অধিকার কেড়ে নিয়েছে। তাদের কর্তৃত্ববাদী আচরণ সংসদের প্রতিনিধিত্বশীল কাঠামো ধ্বংস করেছে।”
এনবিআরের চলমান অচলাবস্থা নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সরকার বাজেট ঘোষণার আগে এনবিআরে যেভাবে সংস্কার চাপিয়ে দিয়েছে, তা অচলাবস্থা তৈরি করেছে।”
উল্লেখ্য, কয়েকদিন আগে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মত দেন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে