বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, ‘তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার বিরুদ্ধে মামলাগুলো আইনিভাবেই মোকাবিলা করা হবে।’ রোববার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এসময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তিনি যথাসময়ে দেশে ফিরে দলের নেতৃত্ব দিবেন।
তিনি বলেন, ‘যেসব বিচারপতি হাইকোর্টকে রাজনীতিকরণ করায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত। যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।’
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

