গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাতপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার হৃদযন্ত্রে বসানো হয়েছে পেসমেকার। এ অবস্থায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর। সভায় এটা নিয়ে আলোচনা হয়েছে। সভা মনে করে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য বন্দি করে রাখা হয়েছে। তার মুক্তি পাওয়ার আইনি অধিকার রয়েছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ব্যবস্থা করার দাবিসহ তার মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়। আমরা আগামীকাল বুধবার (২৬ জুন) তার মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করব।’
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

