বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষকে ঋণে ডোবাতেই জনবিরোধী বাজেট দিয়েছে সরকার। এই বাজেটে মুদ্রাস্ফীতি কমানোর কোনো উদ্যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (৯ জুন) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৪৩তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।
আওয়ামী লীগ দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই অবৈধ সরকার দেশের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। একইসাথে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমুহও ধ্বংস করেছে দিয়েছে তারা।
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ পরমত সহ্য করতে পারে না। এই অবৈধ সরকার ক্ষমতার জন্য দেশকে বিক্রি করে দিয়েছে। শুধুমাত্র বিদেশি স্বার্থে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
একুশে সংবাদ/য.টি/সা.আ
আপনার মতামত লিখুন :