AB Bank
ঢাকা সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাপার পদ থেকে অব্যাহতি দেয়ায় জি এম কাদেরকে টেপার লিগ্যাল নোটিশ


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০১:১৫ পিএম, ২৩ মার্চ, ২০২৪
জাপার পদ থেকে অব্যাহতি দেয়ায় জি এম কাদেরকে টেপার লিগ্যাল নোটিশ

জাতীয় পার্টির (জাপা) পদ থেকে অব্যাহতি দেয়ায় জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সাবেক কো চেয়ারম্যান সহিদুর রহমান টেপা। সম্প্রতি এই লিগ্যাল নোটিশ জিএম কাদেরের বনানীস্থ চেয়ারম্যান কার্যালয় ও জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে পাঠিয়েছেন তিনি।

লিগ্যাল নোটিশে বলা হয়, ‘এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করা হয় যে, আপনি গঠনতন্ত্রের ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্য আমার মোয়াক্কেল মো. সাহিদুর রহমান টেপাকে তার পদ হতে অব্যাহতি প্রদান করেছেন। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে, রওশন এরশাদ (চেয়ারম্যান, জাতীয় পার্টি) গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় আপনি ও সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুকে পদ-পদবি হতে অব্যাহতি দেন।’

‘জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ডেলিগেটদের কণ্ঠভোটে রওশন এরশাদকে চেয়ারম্যান ও আমার মোয়াক্কেলকে ১নং কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাকে ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার পর আপনি বা মুজিবুল হক চুন্নু আমার মোয়াক্কেল বা কাউকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাখেন না। তাছাড়া গত গত ১৪ জানুয়ারি আমার মোয়াক্কেল আপনার নিয়ন্ত্রণাধীন দল হতে পদ-পদবি প্রত্যাহার করেছেন। কাজেই আমার মোয়াক্কেলকে তার পদ হতে অব্যাহতি দেওয়ার বিষয়টি আইনগতভাবে একেবারেই অযৌক্তিক।‍‍`

এতে আরও বলা হয়, ‌‘আপনি আমার মোয়াক্কেলকে অব্যাহতি দেওয়ার বিষয়টি প্রচার-প্রচারণা করে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করেছেন। এ ধরনে কর্মকাণ্ড করে আপনি আমার মোয়াক্কেলের সামাজিক মর্যাদা ও মান-সম্মানের অপূরণীয় ক্ষতি সাধন করেছেন অর্থাৎ আপনি আমার মোয়াক্কেলকে অব্যাহতি দেওয়ার অযৌক্তিক মহড়া ও প্রচার-প্রচারণা রে আমার মোয়াক্কেলের ৫০ কোটি টাকার মান-সম্মানের ক্ষতি সাধন করেছেন। যার জন্য আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতের আশ্রয় নিতে পারেন।’

‘অতএব, অত্র নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে আপনাকে ২১ মার্চের মধ্যে আমার মোয়াক্কেলকে অব্যাহতি দান বিষয়ে প্রচারিত বিজ্ঞপ্তি প্রচার ভুল স্বীকার করতে বলা হচ্ছে। অন্যথায় আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।’ বলা হয় নোটিশে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জাপা চেয়ারম্যান জি এম কাদের তার নিজস্ব ক্ষমতাবলে দলের প্রেসিডিয়াম সদস্য পদ হতে সাহিদুর রহমান টেপাসহ আরও ১০ জনকে অব্যাহতি প্রদান করেন। এই অব্যাহতি প্রদানকে অবৈধ দাবি করে ৫০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ প্রেরণ করেন সাহিদুর রহমান টেপার পক্ষে তার আইনজীবী গাজী রবিউল ইসলাম সাগর।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

 

Link copied!