AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি নেতা দুদুর আরও ৩ মামলায় জামিন, মুক্তিতে বাধা এক মামলা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪:১০ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

বিএনপি নেতা দুদুর আরও ৩ মামলায় জামিন, মুক্তিতে বাধা এক মামলা

রাজধানীর পল্টন থানার পৃথক তিন মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন।

তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলায় মামলায় এখনো তিনি জামিন পাননি। মামলাটি উচ্চ আদালতে শুনানির জন্য রয়েছে। সেক্ষেত্রে এ মামলায় জামিন পেলে তবেই তিনি কারামুক্ত হতে পারবেন।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি একই আদালত পাঁচ মামলায় তার জামিন মঞ্জুর করেন।

তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা এসব তথ্য নিশ্চিত করে বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মোট ১০টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৯ মামলায় জামিন পেয়েছেন তিনি। প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় এখনো তিনি জামিন পাননি। মামলাটি উচ্চ আদালতে শুনানির জন্য রয়েছে। সেক্ষেত্রে কারামুক্ত হতে পারছেন না। এ মামলায় জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হতে পারবেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই তিন মামলায় দুদুকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা।

গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি পুলিশ। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।


একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা

Shwapno
Link copied!