রাজধানীর কামরাঙ্গীরচরে থার্টি ফার্স্ট নাইটে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ হয়েছিলেন সিয়াম (১৬) নামে এক কিশোর।
মঙ্গলবার (২ জানুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক ও সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ৩১ ডিসেম্বর রাত সোয়া ১২টার দিকে কামরাঙ্গীরচরের মুজিবরের ঘাট এলাকায় ফানুসের আগুনে দগ্ধ হয় তিনজন। তাদের মধ্যে সিয়াম ছিল। বর্তমানে দগ্ধ আরও দুজন মো. রাকিব (১৮) ও মো. রায়হান (১৬) চিকিৎসাধীন।
সিয়ামের বাবা স্বপন বলেন, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুসে আগুন দেওয়ার সময় আমার ছেলে সিয়াম ও তার দুই ভাই দগ্ধ হয়।
একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

