AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নৌকার বদলে লাঙ্গলের প্রার্থী হলেন যারা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৩৫ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৩

নৌকার বদলে লাঙ্গলের প্রার্থী হলেন যারা

চট্টগ্রামসহ সারাদেশে জাতীয় পার্টি ও শরিক ১৪ দলের জন্য ৩২টি আসন বরাদ্দ দিয়েছে আওয়ামী লীগ। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে এ ঘোষণা দেয়া হয়েছে। এরই মধ্যে ঢাকার ২০টি আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩২ জন। এর মধ্যে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ২৫ জন এবং বাকি ৭ জন জেলা প্রশাসক কার্যালয়ে। চট্টগ্রামসহ সারাদেশে জাতীয় পার্টির জন্য যেসব আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম-৫ এ আওয়ামী লীগ প্রার্থী আবদুস সালাম মনোনয়ন প্রত্যাহার করে তার স্থানে লড়বেন জাপার আনিসুল ইসলাম মাহমুদ। চট্টগ্রাম-৮ আসনে ক্ষমতাসীন দলের নোমান আল মাহমুদের জায়গায় থাকবেন জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ। ঢাকা-১৮ আসন থেকে ও আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসানের জায়গায় নির্বাচন করবেন জাতীয় পার্টির শেরীফা কাদের। হবিগঞ্জ-১ এ মো. মুশফিক হোসেন চৌধুরীর জায়গায় থাকছেন জাপার আবদুল মুনীম চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে শাহজাহান আলমের স্থানে নির্বাচনে লগবেন জাতীয় পার্টির আবদুল হামিদ। ফেনী-৩ আবুল বাশারের স্থানে থাকবেন মাসুম উদ্দিন চৌধুরী। ঠাকুরগাঁও-৩ এ আওয়ামী লীগের ইমদাদুল হকের জায়গায় জাতীয় পার্টির হয়ে লড়বেন হাফিজ উদ্দিন আহম্মেদ। নীলফামারী-৩ এ গোলাম মোস্তফাকে প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। তার জায়গায় নির্বাচনে লড়বেন জাতীয় পার্টির প্রার্থী রানা মোহাম্মদ সোহেল। নীলফামারী-৪ এ মোহাম্মদ জাকির হোসেন বাবুলের জায়গায় জাপার প্রার্থী আহসান আদেলুর রহমান নির্বাচনী লড়াই লড়বেন।

রংপুর-১ এ মোহাম্মদ রেজাউল করিম রাজু ছিলেন নৌকার প্রার্থী। তিনি প্রত্যাহার করায় এই আসন থেকে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার নির্বাচন করবেন। রংপুর-৩ এ তুষার কান্তি মন্ডল মনোনয়ন প্রত্যাহার করেছেন, তার জায়গায় লড়বেন জিএম কাদের। কুড়িগ্রাম-১ মোহাম্মদ আসলাম সওদাগর ছিলেন আওয়ামী লীগের প্রার্থী। তিনি প্রত্যাহার করে নেয়ায় তার জায়গায় জাপার একেএম মোস্তাফিজুর রহমান নির্বাচন করবেন। কুড়িগ্রাম-২ এ আওয়ামী লীগের জাফর আলীর জায়গায় লড়বেন জাপার পনির উদ্দিন আহমেদ। গাইবান্ধা-১ এ আফরোজা বারীর জায়গায় নির্বাচন করবেন জাপার শামীম হায়দার পাটোয়ারী।

গাইবান্ধা-২ আসনে আওয়ামী লীগের মাহবুব আরা গিনির পরিবর্তে জাপার আবদুর রশিদ সরকার নির্বাচনে অংশ নেবেন। এছাড়া বগুড়া-২ আসনে তৌহিদুর রহমান মানিকের জায়গায় জাপার শরিফুল ইসলাম জিন্নাহ।  বগুড়া-৩ আসনে আওয়ামী লীগের মোহাম্মদ সিরাজুল ইসলাম খান রাজুর জায়গায় জাপার নুরুল ইসলাম তালুকদার  সাতক্ষীরা-২ আসনের আসাদুজ্জামান বাবুর জায়গায় জাপার আশরাফুজ্জামান এবং পটুয়াখালী-১ আসনে মোহাম্মদ আফজাল হোসেনের জায়গায় নির্বাচন করবেন জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার। বরিশাল-৩ আসনও জাতীয় পার্টির জন্য ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী ছিলেন সরদার মোহাম্মদ খালেদ হোসেন। তবে তার জায়গায় জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু নির্বাচন করবেন।

পিরোজপুর-৩ আসনেও এসেছে পরিবর্তন। এই আসনে মোহাম্মদ আশরাফুর রহমানের জায়গায় নির্বাচন করবেন জাতীয় পার্টির মাশরেকুল আজম। ময়মনসিংহ-৫ আসনে আবদুল হাই আকন্দের জায়গায় লড়বেন জাতীয় পার্টির সালাহ উদ্দিন আহমেদ। এছাড়া ময়মনসিংহ-৮ আসনে মোহাম্মদ আবদুস সাত্তারের স্থলে লড়বেন জাপার ফখরুল ইমাম। কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খানের স্থানে থাকবেন জাপার মুজিবুল হক। মানিকগঞ্জ-১ এ আওয়ামী লীগের আবদুস সালামের স্থানে থাকবেন জহিরুল আলম রুবেল। অবশ্য নারায়ণগঞ্জ-৫ আসন আগেই ফাঁকা রেখেছিল আওয়ামী লীগ। এই আসন থেকে নির্বাচন করবেন জাতীয় পার্টির সেলিম ওসমান।

 

একুশে সংবাদ/ম.চ.প্র/জাহা

Link copied!