AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-২০ মনোনয়ন প্রত্যাশী; আওয়ামী লীগের পাঁচ-বিএনপির তিন


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
১০:৪৬ এএম, ২১ নভেম্বর, ২০২৩

ঢাকা-২০ মনোনয়ন প্রত্যাশী; আওয়ামী লীগের পাঁচ-বিএনপির তিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধামরাই সংসদীয় ঢাকা-২০ আসনে দেশের প্রধান দুটি দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন আট নেতা।

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সূত্র বলছে, দলের মনোনয়ন পাওয়ার দিকে এগিয়ে আছেন বর্তমান সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি বেনজির আহমেদ। তিনি ঢাকা জেলা আওয়ামী লীগেরও সভাপতি।

এছাড়াও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের পদ ত্যাগ করা মোহাদ্দেছ হোসেনও নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন। সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মালেক, সিআইপি আহম্মদ আল জামান ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা  ড. মোখলেস উজ জামান হিরো নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছেন।

এসব নেতারা এরইমধ্যে গণসংযোগ ও অনুসারীদের নিয়ে নানা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

গত ২৮ অক্টোবর থেকে বিএনপির কর্মসূচির বিরুদ্ধে টানা মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসংযোগ করছেন আহম্মদ আল জামান সিআইপি। তার সঙ্গে কর্মসূচি পালন করে নির্বাচনে প্রার্থী হওয়ার কথা জানাচ্ছেন মোহাদ্দেছ হোসেন।

সংসদ সদস্য বেনজির আহমেদের অনুসারীরাও নিয়মিত কর্মসূচি পালন করছেন। ১৮ নভেম্বর লিফলেট বিলির মধ্য দিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেন মোখলেস উজ জামান। 

আহম্মদ আল জামান বলেন, আমি কাজ করে যাচ্ছি। ধামরাই থানার প্রতিটি ইউনিয়নে বৃহত্তর সেবার জন্য আমাকে মনোনয়ন দেবেন বলে প্রত্যাশা করছি। তাহলে আমি কাজ করে যাবো। আর যদি মনোনয়ন নাও পাই, তবুও নৌকার প্রার্থীর জন্য আপ্রাণ চেষ্টা করবো।

বেনজির আহমেদ বলেন, মনোনয়ন সংগ্রহ করেছি। আজীবন মাঠে রাজনীতি করেছি। ধামরাইয়ে স্মরণাতীত কালের সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে এই সময়ে। দলের মনোনয়ন প্রত্যাশা করছি।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, দলের সংসদীয় কমিটি মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মধ্য দিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আমারা প্রস্তুত রয়েছি।

রাজপথে আন্দোলনের পাশাপাশি ভোটের রাজনীতির জন্যও প্রস্তুতি নিয়েছেন বিরোধী দল বিএনপির নেতৃত্বরাও। তবে দলের বেশিরভাগ নেতারাই আত্মগোপনে থেকে কর্মকাণ্ড পরিচালনা করছেন।

দলটির সূত্র জানায়, আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইছেন তিনজন। এরমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনকে দল এবারও মনোনয়ন পাওয়ার দিকে এগিয়ে আছেন। এছাড়াও সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদও আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন বলে জানা যায়।

তমিজ উদ্দিন বলেন, দল যাকেই মনোনয়ন দিক, আমরা দলের পক্ষে কাজ করবো। ধামরাইয়ে গোছগাছ করা আছে। আমরা মনে করি,আমাদের হারানো আসন পুনরুদ্ধার করতে আমাদের জন্য কঠিন হবে না।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আপাতত রাজপথে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। দাবি আদায়ের পর নির্বাচনে অংশ নেওয়ার জন্যও প্রস্তুতি আছে।

এছাড়া জাতীয় পার্টি থেকে আহসান খান আছু, জাকের পার্টির ধামরাই উপজেলার সভাপতি সৈয়দ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধামরাই থানা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে সিয়াম সারোয়ার জামিল আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করছেন বলে জানায় সংশ্লিষ্ট দলের সূত্রগুলো।

সিয়াম সারোয়ার জামিল বলেন, এটা আমার নির্বাচনী এলাকা। তবে পার্টির সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। পার্টি এখন পর্যন্ত নির্বাচনে না যাবার সিদ্ধান্তে অটল আছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!