AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ ইসলামি দলের নতুন কর্মসূচি ঘোষণা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৯ পিএম, ৩ নভেম্বর, ২০২৫

৫ দফা দাবিতে জামায়াতসহ ৮ ইসলামি দলের নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের নির্দেশ জারি সহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা রাজনৈতিক দল।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির আমির মামুনুল হক।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে আট দলের যৌথ গণমিছিল অনুষ্ঠিত হবে। ওই দিন পল্টন মোড়ে সব দল একত্রিত হয়ে মিছিল করবে।

মামুনুল হক আরও বলেন, “৬ নভেম্বরের মধ্যে দাবিগুলো পূরণ না হলে ১১ নভেম্বর রাজধানীতে বৃহত্তর সমাবেশের আয়োজন করা হবে।”

দাবিগুলোর বিষয়ে তিনি জানান, পূর্বের পাঁচ দাবির সঙ্গে তিনটি নতুন দাবি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে— জুলাই সনদের বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে পৃথক গণভোট আয়োজন এবং সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বহাল রাখা।

তিনি আরও বলেন, “গত দুই মাস ধরে ধারাবাহিক আন্দোলন চললেও এখনো দাবিগুলো মানা হয়নি। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই আন্দোলনের লক্ষ্য পূরণের দিকেই আমরা এগোচ্ছি। আলোচনার পথ আমাদের জন্য উন্মুক্ত।”

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন। আমরা দেখতে চাই, অন্য দলগুলো এ বিষয়ে কী অবস্থান নেয়। তবে প্রধান উপদেষ্টার দায়িত্ব কেবল আহ্বান জানিয়ে শেষ হয় না— তাঁকে নিরপেক্ষ রেফারির ভূমিকা নিতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!