AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কৌশল বদলে সরকার একতরফা নির্বাচন করতে চায়: ফখরুল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৩২ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

কৌশল বদলে সরকার একতরফা নির্বাচন করতে চায়: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আটঘাট বেঁধে ২০২৪ সালের আগের মতো নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার।

 

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ধোলাইখাল এলাকায় এক সমাবেশে এ কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার নির্বাচিত নয়, জোর করে ক্ষমতায় টিকে আছে। কৌশল বদলে সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়। একতরফাভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে শেখ হাসিনা।

 

তিনি বলেন, বিদেশিরাও বলছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের বক্তব্য এখন চাপা দিতে মিথ্যাচার করছে সরকার। টালবাহানা বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দেশের মানুষ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না।

 

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার সোজাভাবে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে হবে। সহজে কথা না শুনলে রাজপথে ফায়সালা।

 

আমেরিকার নিষেধাজ্ঞা পেয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আমেরিকার ভিসা নীতিতে দিশেহারা সরকার। সেই সাথে ভিসা নীতির প্রভাব পড়তে শুরু করেছে প্রশাসনের সর্বত্র।

 

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটকে রেখেছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেগম জিয়া। তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা না করলে সব কিছুর দায় সরকারকেই নিতে হবে।

 

একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!