AB Bank
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৯ পিএম, ২১ আগস্ট, ২০২৩
তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২১ আগস্টের পুরো ঘটনা সাজানো নাটক। ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ঘটনার সঙ্গে তারেক রহমানের নাম জড়ানো হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাদের জড়ানো হয়েছে। নিরপেক্ষ তদন্ত হয়নি।’

 

সোমবার (২১ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আসন্ন ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র যৌথসভায় তিনি এসব কথা বলেন। 

 

ফখরুল বলেন, বিএনপি বড় রকমের দায়িত্ব নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু করেছে। ৫২ বছরের মধ্যে সবচেয়ে সংকটময় মুহূর্ত চলছে বাংলাদেশে। শুধু ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সন্ত্রাসের মাধ্যমে সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে সরকার। সরকার জনগণের সমস্যার দিকে না তাকিয়ে শুধু বিরোধীদল দমনে ব্যস্ত। 

 

তিনি বলেন, ‘বিএনপির লড়াইয়ে রাজনৈতিক দলগুলো এক হয়েছে। সরকারকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। সরকারের অত্যন্ত ক্রান্তিকাল চলছে। এখন শুধু রাজনৈতিক দল নয় সুশীল সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে এসে জাতিকে রক্ষা করতে হবে। ’

 

তিনি বলেন, ‘সামনে নির্বাচনকে সামনে রেখে বিরোধীদলশূন্য করতে অবাধে গ্রেপ্তার শুরু করেছে সরকার। অতীতের মতো আবার একই কায়দায় বিএনপির সভা-সমাবেশে হামলা চালানো, অস্ত্র দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। সরকার দেশে ভয়াবহ কিছু ঘটিয়ে বিএনপিকে দূরে সরিয়ে অতীতের মতো নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, বিষয়টি অত্যন্ত আশঙ্কাজনক। ’

 

মির্জা ফখরুল বলেন, ‘সরকাররা জনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। জনগণের পকেট থেকে টাকা নিয়ে উন্নয়নমূলক কাজ করে এখন নিজেদের পক্ষে সাফাই গাইছে। এ দেশের মানুষ এখন মুক্তি চায়, নিজেরা ভোট দিতে চায়। ’

 

তিনি বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে এতটা দেউলিয়া হয়নি যে বিদেশিদের বোঝাতে হবে। ভারতের যে বার্তার বিষয়ে কথা বলা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। নিরপেক্ষ সরকারের দাবিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতেই এমন রিপোর্ট। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছে, জনগণকে সঙ্গে নিয়ে জয়ী হবে। ’

 

প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আগামী পহেলা সেপ্টেম্বর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা; এরপর আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা করার সিদ্ধান্ত হয়েছে।

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Link copied!