রাজধানীর শ্যামলীতে পুলিশের গাড়িসহ বাসে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় শ্যামলী শিশু পার্কের সামনে ১টি বাস, ১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ঘুটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একদল লোক মিছিল নিয়ে এসে ১টি বাস ও ১টি মোটরসাইকেলে আগুন দেয়। তারপর মিছিল নিয়ে টার্নিং পয়েন্টে এসে পুলিশের গাড়িতেও আগুন দেয়।
এছাড়া পুলিশের গাড়িসহ আরও ৫-৬টি গাড়ি ভাঙচুর করেছে তারা। তারা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে কথা হলে অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়াত জামান জানান, `প্রায় ৩০০ বিএনপি নেতাকর্মী মিছিল নিয়ে এসে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয়। তারা একটি পিক-আপ ভ্যানের সিটে আগুন ধরিয়ে দিলেও তা সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়। `
শেরে বাংলা থানার ডিউটি অফিসার ইশরাত জাহান বলেন, `ভাঙচুর ও আগুনের ঘটনার খবর পেয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যাচ্ছেন। `
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা বলেন, `আগুনের খবর পেয়েছিলাম। যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে। `
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

