আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর নয়পল্টনে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জানা যায়, শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ থেকে এই মহাসমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, একই কর্মসূচি আজ বিকেলে গণতন্ত্র মঞ্চের নেতারাও ঘোষণা করবেন। বিকেল সাড়ে ৩টায় মেহেরবা প্লাজায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয় থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :