যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ক্ষমতাসীনদের মধ্যে কাঁপন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, আওয়ামী লীগ বসতে চেয়ে বোঝাতে চায়, বিএনপির সঙ্গেই তারা সবকিছু নিষ্পত্তি করবে। কিন্তু এ বলে পালানোর জায়গা পাবে? আমরা বলছি, আওয়ামী লীগের সঙ্গে বসার প্রশ্নই আসে না। কারণ আমরা তোমাদের বিদায় চাই।
শুক্রবার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মান্না।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতার প্রতি বিদ্বেষ কিংবা দলীয় ক্ষোভ নেই। কিন্তু অনেক হিসাবনিকাশ আছে। অনেক নির্যাতন করেছেন, গুলি করে মানুষ হত্যা করেছেন। সেগুলোর বিচার হয়নি, বিচার হতে হবে। অপরাধীদের কোনো ক্ষমা নেই।’
মান্না আরও বলেন, ‘দিন বদলাচ্ছে, সরকার বদলাবে, নতুন দিন আসবে। আওয়ামী লীগের পরাধীনতায় বন্দি বাংলাদেশ আবার স্বাধীন হবে।’
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের কোনো দল নেই। কিন্তু সব জায়গায় দলবাজি হয়ে গেছে।’
বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/ঢ/এসএপি
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
