সরকার পতনের যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে চলছে বিএনপির জনসমাবেশ।
শনিবার (২৭মে) দুপুর ২টা ৩০ মিনিটের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের সিনিয়র নেতারাও এ সমাবেশে বক্তব্য রাখবেন।
এছাড়া দেশের ১৫ জেলা ও মহানগরেও আজ জনসমাবেশ করছে বিএনপি।
একুশে সংবাদ/জ/এসএপি
আপনার মতামত লিখুন :