বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার কোনোদিন আপোষে ক্ষমতা ছাড়বে না। তাদের জোর করে ক্ষমতাচ্যুত করতে হবে।
বুধবার (১৭ মে) দুপুরে রাজধানীর বাড্ডায় মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে বক্তব্যকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ পদযাত্রা কর্মসূচির ডাক দেয় ঢাকা মহানগর উত্তর বিএনপি।
পদযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোশাররফ বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আজ নিজেদের পকেট ভারী করছে। তারা বিদেশে অর্থ পাচার করছে। যারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে তারা আর তা কমাতে পারবে না। গত ১৪ বছরে তারা গণতন্ত্র হত্যা করে ফ্যাসিবাদী রাজত্ব কায়েম করছে।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, দেশের জনগণ ভোট দিতে পারে না। এ জন্য ভোটের প্রতি সবার অসন্তোষ। ভোটের প্রতি কারও শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই। তারা নিরপেক্ষ নির্বাচনের কথা বলে। সেই ভোট এই হাসিনা সরকার থাকতে আর হবে না। যেহেতু অতীতে হয়নাই, ভবিষ্যতেও হবে না। সুতরাং শেখ হাসিনার আমলে ভোটে যাবে না বিএনপি।
মোশাররফ বলেন, পরিষ্কার করে বলতে চাই সরকার নানা বিভ্রান্তি করছে, ষড়যন্ত্র করছে। সবাইকে এই সরকারের ষড়যন্ত্র থেকে সচেতন থাকতে হবে। তারা যে প্রহসনের নির্বাচনের কথা বলে আসছে বিএনপি এবং জনগণ সেই নির্বাচন করতে দেবে না। নির্বাচন করতে হলে এই সরকারকে পদত্যাগ, সংসদ বাতিল, নির্বাচন কমিশন নতুন করে করতে হবে।
এসময় অতীতের বিভিন্ন প্রেক্ষাপট টেনে মোশাররফ বলেন, জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী এরশাদকে বিদায় করা হয়েছিলো, পাকিস্তানের আইয়ুব খানকে এদেশের মানুষ বিদায় করেছিলো। শেখ হাসিনাকেও বিদায় করতে হবে। বিদেশে অর্থ পাচার করে যারা গণতন্ত্র হত্যা করেছে, তাদের কাছ থেকে স্বচ্ছ নির্বাচন আশা করা যাবে না।
এর আগে রাজধানীর শাহজাদপুর থেকে রামপুরার আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করেন বিএনপি নেতারা। এসময় খন্দকার মোশাররফসহ মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.ট.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :