স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে বিশৃঙ্খলাকারী, সমাজ ক্ষতিগ্রস্তকারী এবং উন্নয়নকে ব্যহতকারীদের আওয়ামী লীগ সরকার ছাড় দেবে না।’
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কর্ণেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা বিশৃঙ্খলা হানাহানি মারামারি চাই না। আমরা চাই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি। যারা বিশৃঙ্খলা ঘটাবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করবে এবং উন্নয়নকে ব্যহত করবে, আওয়ামী লীগ সরকার তাদের কোনমতেই ছাড় দেবে না। এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকবেন।’
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় পৌরসভার মেয়র মো.রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, ক্রিকেট সাব-কমিটির আহ্বায়ক ও প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সায়েদুর রহমান, সিঙ্গাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/মা.র.প্রতি/এসএপি
আপনার মতামত লিখুন :