বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন দলের সভাপতি শেখ হাসিনা। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা শুরু হয়। এটি আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন কমিটির প্রথম সভা।
শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সেই কাউন্সিলে ৮১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ৪৮টি পদের নাম ঘোষণা করা হয়। তবে সেখানে কার্যনির্বাহী সদস্য হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। কার্যনির্বাহী সদস্যদের নির্বাচিত করতে সভাপতিমণ্ডলীর সভায় নির্বাচনের আয়োজন করা হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনের নতুন নেতৃত্বের নাম ঘোষণার শেষ পর্যায়ে এসব কথা বলেছিলেন তিনি। সভাপতিমণ্ডলীর সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী সদস্যদের নাম চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
এদিকে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক হিসেবে হ্যাট্রিক করেছেন ওবায়দুল কাদের। নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন— বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিমিন হোসেন রিমি।
একুশে সংবাদ/পলাশ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

