ঢাকা মহানগর দক্ষিনের মুগদা থানা ও ৬, ৭, ৭১, ৭২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) মানিক নগর মডেল হাই স্কুল প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করে মুগদা থানা আওয়ামীলীগ।
মুগদা থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামিম আল-মামুন এর সভাপতিত্বে ও মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান।

আজকের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি)। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির।
সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী (এমপি)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু।

এই সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, খন্দকার এনায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির, তথ্য ও গবেষণা সম্পাদক আনিস আহমেদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সদস্য আসাদুজ্জামান আসাদ, মামুন রশিদ শুদ্র, সাজেদুল ইসলাম চৌধুরী দিপু।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর বি.এম. সিরাজুল ইসলাম, ৭২ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীম, ৭১ নং ওয়ার্ড কাউন্সিলর ও মান্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খায়রুল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা খান, মাকসুদা শমসের, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ওয়ালিউল্লাহ জুম্মন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান রাজা, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এ.বি.এম. শরীফ, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ ইকবাল।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মুগদা থানা ও ৬, ৭, ৭১, ৭২ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/রাফি/বাবু/এসএ
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
