সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি দেশের গণতন্ত্র নস্যাৎ করতে চায়।
শনিবার (৮ অক্টোবর) লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুজ্জামান আহমেদ বলেন, জনগণ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চায়। আর এসব দেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাগলের মতো বলা শুরু করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম মানিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা ডালিয়া, সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সহ-সভাপতি সিরাজুল হক, রংপুর মহানগর আওয়ামী লীগের সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।
একুশে সংবাদ/জা.বা/এসএপি
আপনার মতামত লিখুন :