আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহবুব উল আলম হানিফ বলেছেন, জনগণের সাথে সম্পর্ক আরো নিবিড় করার মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরংকুশ জয় সুনিশ্চিত করতে হবে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক বক্তব্য রাখেন।
বিশ্বব্যাংক,আইএমএফ সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সমূহ আগের তুলনায় দ্বিগুনেরও অধিক পরিমাণে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সায়িদ মাহমুদ আল স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, ত্রান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামসহ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এসএপি/
আপনার মতামত লিখুন :