নাটোরের লালপুর উপজেলায় শ্রী শ্রী ফকির চাঁদ গোসাই জীর আশ্রম এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষদের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত আশ্রমের বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় কেউ হতাহত না হলেও, অন্তত ৫টি মোটরসাইকেল ভাঙচুর করেছে হামলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল পরিদর্শন করেছে যৌথবাহিনীর একটি দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রম কমিটির পক্ষ থেকে বাগানের আম লিজ দেওয়া হয়েছিল নাসির নামের এক ব্যবসায়ীর কাছে। মঙ্গলবার সকালে নাসির ও তার লোকজন আম পাড়তে গেলে প্রতিপক্ষের লোকজন সেখানে উপস্থিত হয়ে হঠাৎ হামলা চালায়। তারা কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়।
আশ্রমের প্রধান সেবায়েত পরমানন্দ সাধু বলেন, “আমরা নিয়ম অনুযায়ী বাগান লিজ দিয়েছি। নাসির যখন আম পাড়তে আসে, তখন প্রতিপক্ষ এসে গুলি চালায় এবং আতঙ্ক সৃষ্টি করে।”
লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান বলেন, “ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
একুশে সংবাদ/না.প্র/এ.জে