রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে কার্যালয়ের সামনে এ জানাজা সম্পন্ন হয়।
জানাজা শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমেএর মৃত্যুর প্রতিবাদে আগামী ৬, ৭ ও ৮ আগস্ট ঢাকায় সমাবেশ করবে ছাত্রদল, কৃষকদল ও যুবদল।
বিএনপির সিনিয়র নেতাকর্মীদের পাশাপাশি জানাজায় যোগ দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফর রহমান, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিপির আবু তাহের প্রমুখ।
উল্লেখ্য, গত রোববার সারা দেশে লোডশেডিং ও বিদ্যুতের অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সেখানে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হলে পুলিশের ছুড়া গুলিতে ওই দিন ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম মারা যান। গুরুতর আহত অবস্থায় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে ঢাকার কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেল সোয়া তিনটার দিকে তিনিও সেখানে মারা যান
একুশে সংবাদ.কম/ন.ফ.জা.হা