আগামীকাল ৭ই জুলাই সাবেক এমপি '৬৯-এর ১১ দফা ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা হাজী মোহাম্মদ মহসিন হল ছাত্র সংসদের প্রথম জিএস, বাংলাদেশ যুব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুসলিম লীগ সংসদীয় দলের হুইপ ইব্রাহিম খলিল এমপির ৪০তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আগামী ৭ই জুলাই বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হবে এবং শাটডাউন শেষ হলে আগামী ১৬ জুলাই দলীয় কার্যালয়ে বাংলাদেশ মুসলিম লীগ মরহুমের ঘটনাবহুল জীবনের উপর এক আলোচনা ও দোয়া মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামীকাল ৭ ই জুলাই তার এলাকাসহ শরীয়তপুরের বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হবে।মরহূম ইব্রাহিম খলিল ১৯৪৬ সালে তদানিন্তন ফরিদপুর জেলার বর্তমান শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা বর্তমান সখিপুর থানার বিখ্যাত বালা পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা ছিলেন দীর্ঘদিনের চেয়ারম্যান আলহাজ্ব ইউসুপ বালা ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য। তার দাদা ছিলেন বিখ্যাত দানবীর আলহাজ্ব আব্দুল জব্বার বালা।
মরহুমের ছোট ভাই ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম বালা, মরহুমের দ্বিতীয় ভাই রফিকুল ইসলাম বালা নিজ এলাকায় চেয়ারম্যান ছিলেন, মরহূম ইব্রাহিম খলিল ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকা থেকে মুসলিম লীগ প্রার্থী হিসেবে বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছিলেন ও মুসলিম লীগ সংসদীয় দলের হুইপ ছিলেন। তিনি ১৯৮১ সালে দুরারোগ্য ব্যাধির চিকিৎসাধীন অবস্থায় ৭ই জুলাই সন্ধ্যা ৭টায় লন্ডনে ইন্তেকাল করেন । তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে বেগম শামসুন নাহার খলিল দল মত নির্বিশেষে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
একুশে সংবাদ/বর্না
আপনার মতামত লিখুন :