AB Bank
ঢাকা রবিবার, ০৩ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অসহায় মহিলার ধান কেটে দিলেন ছাত্রলীগ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:৪৩ পিএম, ২৮ এপ্রিল, ২০২১
অসহায় মহিলার ধান কেটে দিলেন ছাত্রলীগ

জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায় এক নারীর ৫০ শতক জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে হ্যালো ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকাল থেকে উপজেলার আটাপুর রামপুরা গ্রামের মেরিনা বেগমের ধান সেচ্ছায় কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দেন।

উপজেলা ছাত্রলীগের সম্পাদক পলাশ কুমার ঘোষের নেতৃত্বে অসহায় মহিলার ধান কাটায় অংশ গ্রহন করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাফিজ হোসেন, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক নিলয়, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাকিন আহম্মেদ, হ্যালো ছাত্রলীগ আটাপুর ইউনিয়নের সভাপতি আহমদ উল্লাহ রাসেল, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শামিম হোসেন সহ অনেকেই।

রামপুরা গ্রামের গরীব অসহায় আজহার আলীর স্ত্রী মেরিনা বলেন, মাঠে আমার ধান পেঁেক ঝরে পড়ে গেলেও টাকার অভাবে কাটতে পারছিলাম না। এমন খবর পেয়ে ছাত্রলীগ কর্মিরা আমার ধান কেটেমেড়ে বাড়িতে তুলে দেয় এজন্য তাদের প্রতি অফুরন্ত দোয়া রইল।

উপজেলা ছাত্রলীগের সম্পাদক পলাশ কুমার ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর আহবানে কেন্দ্র ও জেলা ছাত্রলীগের নির্দেশে আমরা উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মিরা প্রতিনিয়ত এমন অসহায় মানুষদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলা হ্যালো ছাত্রলীগকে ”কল করলেই-নিশ্চিত সেবা” এমন মন্তব্যও করেন তিঁনি।


 
 

Link copied!