AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভূক্ত করে সচেতনতা বৃদ্ধির দাবি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩২ পিএম, ৩১ অক্টোবর, ২০২১
গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভূক্ত করে সচেতনতা বৃদ্ধির দাবি

ছবি: একুশে সংবাদ

 গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভূক্ত করে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এলাকা ভিত্তিক সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মত দিয়েছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। 

আজ রোবার ৩১ অক্টোবর ২০২১ রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস্ সুনীতি প্রকল্পের উদ্যোগে আয়োজিত গৃহশ্রমিকের অধিকার, সুরক্ষা ও শোভন কাজ নিশ্চিতকরণে জাতীয় সংলাপে বক্তারা এ  আহ্বান জানান।  

 প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য জেসমিন আরা বেগম বলেন, শ্রম আইন সংশোধন করে গৃহশ্রমিকদের আইনের আওতায় এনে তাদের কাজের স্বীকৃতি নিশ্চিত করতে হবে। তবে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনের সঠিক প্রয়োগও নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, গৃহশ্রমিক নির্যাতনের মামলায় সাক্ষীর অভাব ও বাদীপক্ষের আপোষের কারনে মামলাগুলোর সঠিক নিষ্পত্তি হয় না। এ জন্য তিনি জনমনে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন শুধুমাত্র গৃহশ্রমিকদের প্রশিক্ষিত করলেই চলবে না নিয়োগকারীদের মনমানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে।

সভায় বক্তারা বলেন, সঠিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমের ন্যায্য মজুরিতে দেশে কর্মসংস্থান হলে গৃহশ্রমিকদের বিদেশের মাটিতে গিয়ে নির্যাতনের শিকার হতে হবে না। তারা বলেন, জিডিপিতে গৃহশ্রমিকের অবদান নির্ণয় করতে হলে গৃহশ্রমিকদের সঠিক সংজ্ঞা নির্ধারণ করতে হবে। তার জন্য গৃহশ্রমিকদের সঠিক পরিসংখ্যানও প্রয়োজন। এছাড়াও তারা গৃহশ্রমিকদের সহজ শর্তে ঋণ প্রদান, তাদের সংগঠিত করা, ছুটি , বিশ্রাম, আট ঘন্টা কাজ, মাতৃত্বকালীন ছুটি এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিলস্ চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সিরাজ এর সভাপতিত্বে এবং গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিলস্ মহাসচিব ও নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খান, বিলস্এর উপদেষ্টা পরিষদ সদস্য মেসবাহউদ্দীন আহমেদ, বিলস্ যুগ্ম মহাসচিব ডা. ওয়াজেদুল ইসলাম খান, এনজিও বিষয়ক ব্যুরো’র পরিচালক (যুগ্মসচিব) জিনাত আরা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানীমূখী শিল্প অধিশাখা) মাহবুবা বিলকিস, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (সামাজিক নিরাপত্তা) মুহাম্মদ শাখীর আহম্মদ চৌধুরী, শ্রম অধিদপ্তরের পরিচালক মো: বেল্লাল হোসাইন শেখ, সমাজসেবা অধিপ্তরের সমাজসেবা কর্মকতা কে এম শহীদুজ্জামান, ইনফরমাল সেক্টর-আইএসসি’র ভাইস চেয়ারম্যান মুনসুর হাসান খন্দকার, আইএলও ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার শাহাবুদ্দিন খান, অক্সফ্যাম ইন বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী গীতা রানী অধিকারী, বিলস্ পরিচালক নাজমা ইয়াসমীন এবং উপপরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ ইউসুফ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি উর্ধতন কর্মকর্তাবৃন্দ, গবেষক, বেসরকারি সংস্থা, গৃহশ্রমিক ইস্যুতে কার্যক্রম বাস্তবায়নকারী ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, গৃহশ্রমিক নেটওয়ার্ক নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/আল-আমিন

Link copied!