মৌলভীবাজারের রাজনগর উপজেলায় অর্ধশতাধিক নারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগদান করেছেন।
রোববার (১৯ অক্টোবর) রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জননেতা নূরুল ইসলামের নিজ বাড়িতে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য রাম দুলালী। তার নেতৃত্বে প্রায় অর্ধশত সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম নারী বিএনপিতে যোগ দেন।
নবাগতদের স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুন।
যোগদানকারী নারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে