আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বিচারকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর অগ্রগতিও সন্তোষজনক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুততর করতে প্রয়োজন হলে নতুন একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে।
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সংস্কার কাজও পরিদর্শন করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ সম্পর্কিত বেশ কয়েকটি মামলায় ইতোমধ্যে অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণও শেষ পর্যায়ে পৌঁছেছে।
বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ২ এ বিচার কার্যক্রম চলছে। তবে সংস্কার কাজ শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম আপাতত টিনশেড ভবনে পরিচালিত হচ্ছে।
একুশে সংবাদ/এন.ট/এ.জে