AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রাহ্মণবাড়িয়া শহরের নয়নপুর থেকে ময়না হত্যা মামলার আসামি গ্রেফতার



ব্রাহ্মণবাড়িয়া শহরের নয়নপুর থেকে ময়না হত্যা মামলার আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ময়না হত্যা মামলার ১ নম্বর পলাতক আসামি হোসেন মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শহরের পুনিয়াউট (নয়নপুর) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হোসেন মিয়া জেলার বিজয়নগর উপজেলার আতকাপাড়া এলাকার মৃত রহমত আলীর ছেলে।

র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার বিবরণে জানা যায়, ভিকটিম ময়না (১২) বিবাদীদের পূর্বপরিচিত ছিল। পূর্ব বিরোধের জেরে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভিকটিমের বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠানে গান-বাজনা কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি হয়। ওই বিরোধকে কেন্দ্র করে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে ওঁৎ পেতে থাকে।

পরবর্তীতে জরুরি কাজে মনিপুর বন্দর বাজার যাওয়ার পথে ভিকটিম ময়নাকে তারা এলোপাতাড়ি মারপিট করে। এসময় গ্রেফতারকৃত আসামি হোসেন মিয়া তাকে খুনের উদ্দেশ্যে বল্লম দিয়ে বুকের বাঁ পাশে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ময়নাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!