AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দ্র দখলের চেষ্টা হলেই ভোট বাতিল হবে: সিইসি


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
১১:০৫ এএম, ২৩ আগস্ট, ২০২৫

কেন্দ্র দখলের চেষ্টা হলেই ভোট বাতিল হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হলে ওই কেন্দ্রের সব ভোট বাতিল করা হবে। তিনি বলেন, “যারা কেন্দ্র দখলের স্বপ্ন দেখছেন, এবার তাদের সেই স্বপ্ন ভঙ্গ হবে। দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি।”

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আগে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। রমজানের আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।

তিনি বলেন, “নির্বাচন হবে কি হবে না—এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। আমরা আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছি।”

নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে সিইসি বলেন, সংবিধানে আনুপাতিক বা পিআর পদ্ধতি নেই। তাই কমিশন সংবিধানের বাইরে যেতে পারবে না। আইন পরিবর্তন হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, তাদের ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবেই কাজে লাগানো হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের পদায়নে পরিবর্তনের কোনো পরিকল্পনাও কমিশনের নেই।

নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের বিষয়ে সিইসি বলেন, “নির্বাচন কমিশনের অধীনে প্রায় ৫ হাজার ৭০০ কর্মকর্তা রয়েছেন। তারা আগেও দায়িত্ব পালন করেছেন। তবে যারা অতীতে অনিয়ম করেছেন, তাদের রাখা হবে না।”

চাপ প্রসঙ্গে তিনি আরও বলেন, “সরকার এখন পর্যন্ত আমাকে কোনো চাপ দেয়নি। যদি চাপ দেয়, আমি পদত্যাগ করব; চেয়ারে বসে থাকব না।”

তিনি জানান, বর্তমানে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া চলছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না। নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নির্ভর করবে বিচার ফলাফলের ওপর।

পরে সিইসি রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!