AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৩ বছর পর বাংলাদেশ পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৫ পিএম, ২৩ আগস্ট, ২০২৫

১৩ বছর পর বাংলাদেশ পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার সকালে দুই দিনের সফরে ঢাকার পথে রওনা হয়েছেন। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সফর ঢাকা–ইসলামাবাদ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। খবর প্রকাশ করেছে দ্য নিউজ।

কূটনৈতিক সূত্র জানায়, দীর্ঘদিনের ঠান্ডা সম্পর্ক উষ্ণ করার লক্ষ্যে গত এপ্রিল মাসে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচ ঢাকায় এসেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার আসছেন ইসহাক দার।

রোববার সফরের দ্বিতীয় দিনে তার মূল বৈঠক হবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে। প্রথমে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার পর দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনায় ব্যবসা, বিনিয়োগ, মানুষের চলাচল সহজীকরণসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় গুরুত্ব পাবে। তবে অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান ছাড়া অগ্রগতি টেকসই হবে না বলে কূটনীতিকরা মনে করছেন।

এছাড়া একই দিন বিকেলে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের অংশ হিসেবে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসায় যাবেন এবং জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ডি-৮ সম্মেলনের আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন। পরবর্তীতে ২০২২ সালে ডি-৮ মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তিনি ঢাকায় আসেননি।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!