AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কর্ণফুলী টানেল সড়কে চলন্ত বাইকে ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড, ভিডিও ভাইরাল



কর্ণফুলী টানেল সড়কে চলন্ত বাইকে ঝুঁকিপূর্ণ স্ট্যান্ড, ভিডিও ভাইরাল

চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কে এক যুবক চলন্ত মোটরসাইকেলের উপর দাঁড়িয়ে বিপজ্জনক স্ট্যান্ড দেওয়ার মতো কাণ্ড ঘটিয়েছেন। শুক্রবার বিকেল প্রায় পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, এ ধরনের বেপরোয়া কাণ্ড শুধু নিজের জীবন নয়, সড়কে চলাচলকারী অন্যান্য মানুষের জন্যও মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

স্থানীয়রা জানান, কর্ণফুলী টানেল সড়ক দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। এখানে যে কোনো ধরনের বেপরোয়া আচরণ বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি ডেকে আনতে পারে। তাই দ্রুত এ ধরনের কর্মকাণ্ড রোধে কঠোর নজরদারি প্রয়োজন।

এদিকে, ভিডিওতে থাকা যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে ইতোমধ্যে সচেতন মহলের দাবি, দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ বিষয়ে কর্ণফুলী টানেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। তবে আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। এখন খোঁজখবর নেওয়া হচ্ছে। অপরাধমূলক কিছু প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিশেষজ্ঞরা মনে করেন, সড়কে এ ধরনের স্ট্যান্ড বা বেপরোয়া আচরণ কঠোরভাবে দমন না করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়তেই থাকবে। তাই টানেল এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো জরুরি।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!