AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৪ এএম, ২২ আগস্ট, ২০২৫

জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ। বৈঠকে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন, আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের আশা ধরে রাখার জন্য ড. ইউনূসের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। একইসঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি বিশ্ব সম্প্রদায় কৃতজ্ঞ।

বৈঠকে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসন্ন জাতিসংঘ সম্মেলন সংকট সমাধানে সুনির্দিষ্ট পথ প্রদর্শন করবে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তা হ্রাস পাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় প্রভাব পড়ছে। এ প্রেক্ষাপটে অ্যান্ড্রুজকে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

অ্যান্ড্রুজ বলেন, রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ গড়ে তোলার জাতিসংঘ মহাসচিবের উদ্যোগটি দুরভিসন্ধিমূলক প্রচারণার কারণে ব্যর্থ হয়েছে। তবুও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর অব্যাহত প্রচেষ্টা দ্রুত ও স্থায়ী সমাধান এনে দিতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আগামী ২৫ আগস্ট রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে একটি স্টেকহোল্ডার সংলাপে অংশ নিতে বাংলাদেশ সফরে আসছেন অ্যান্ড্রুজ। ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।

 

একুশে সংবাদ/কা.বে/এ.জে

Link copied!