ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে এবং মালয়েশীয় বিনিয়োগকারীদের এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি খাত, কূটনৈতিক ও শিক্ষাগত বিনিময়, এবং ব্যবসায়িক অংশীদারিত্বসহ পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে পুত্রজায়ায় লাল গালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনারের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. ইউনূসকে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টা ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে কুয়ালালামপুর পৌঁছান। সফরের ফোকাস ছিল অভিবাসন ও বিনিয়োগ—যেখানে মালয়েশিয়াকে বাংলাদেশের জনশক্তি খাতের জন্য কৌশলগত বাজার হিসেবে গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রথম বিদেশি সরকারপ্রধান হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে