"প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে যুব ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুবক্কর সিদ্দিকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে