ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
সোমবার (২১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানার ফলে শিশু শিক্ষার্থীসহ বহু মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সেই প্রেক্ষিতে মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।
এ উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল, যাদের অনেকে হতাহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও উদ্ধারকাজ শুরু করে। পরে উদ্ধার অভিযানে যুক্ত হয় সেনাবাহিনী ও বিজিবি। বিমান বাহিনীর হেলিকপ্টারে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে এবং শতাধিক আহত ব্যক্তি রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে