AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৯৬ টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল : ইসি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৪৫ পিএম, ১৭ জুলাই, ২০২৫

৯৬ টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন  বাতিল : ইসি

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে এ এম এম নাসির উদ্দিন কমিশন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

ইসি জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ৯৬টি দেশি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছিল পর্যবেক্ষক হিসেবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংস্থাগুলোর নিবন্ধন বিষয়ক নীতিমালা নতুন করে চূড়ান্ত করা হয়েছে। ভবিষ্যতে নতুন নীতিমালার আওতায় নতুন করে সংস্থা নিবন্ধন করবে নির্বাচন কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ বিষয়ে নতুন বিজ্ঞপ্তি দিতে পারে কমিশন।

প্রসঙ্গত, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রথা চালু করে ইসি। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ওই নির্বাচনে পর্যবেক্ষক ছিলেন এক লাখ ৫৯ হাজার ১১৩ জন।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার আট হাজার ৮৭৪ জন ভোট পর্যবেক্ষণ করেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন মাঠে ছিলেন।

সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে প্রায় ৮০টির প্রতিনিধিত্বে ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক অংশ নেন।

 


একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!