AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসির ওয়েবসাইটে ফের ফিরল আ.লীগের ‘নৌকা’ প্রতীক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৯ পিএম, ১৭ জুলাই, ২০২৫

ইসির ওয়েবসাইটে ফের ফিরল আ.লীগের ‘নৌকা’ প্রতীক

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে আবারও দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক। বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসির ওয়েবসাইট ঘুরে দেখা গেছে, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে পুরোনো প্রতীক ‘নৌকা’ পুনরায় যুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়। ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি ওয়েবসাইট থেকে সরানো হয়েছিল।

তবে নির্বাচন কমিশন সচিবালয় জানায়, নৌকা প্রতীক বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি। আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। কমিশনের ভাষ্য, দল হিসেবে আওয়ামী লীগ বিলুপ্ত হলে প্রতীক বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। আর নিবন্ধন স্থগিত হলে ওয়েবসাইট থেকে প্রতীক সাময়িকভাবে সরানো হতে পারে, সেটিই করা হয়েছিল।

এর আগে ১৫ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে লেখেন, “অবৈধভাবে স্থগিত হওয়া নৌকা প্রতীক কীভাবে আবার তফসিলভুক্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো?”

তিনি আরও প্রশ্ন তোলেন, “গণঅভ্যুত্থানের পরও নৌকা প্রতীক রেখে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনারা?”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে গত ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগসহ তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!