AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপন: সমঝোতা স্মারকের খসড়ায় অনুমোদন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৬ পিএম, ১০ জুলাই, ২০২৫

জাতিসংঘ মানবাধিকার মিশন স্থাপন: সমঝোতা স্মারকের খসড়ায় অনুমোদন

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মিশন স্থাপনের লক্ষ্যে সমঝোতা স্মারকের খসড়াকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের বাংলাদেশ মিশন স্থাপন বিষয়ে সমঝোতা স্মারকের খসড়া অনুমোদিত হয়েছে।

এছাড়া, বৈঠকে নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ বা শাস্তি বিরোধী জাতিসংঘ কনভেনশনের ঐচ্ছিক প্রোটোকলে (Optional Protocol to the Convention Against Torture - OPCAT) বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও অনুমোদন পায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০২ সালে গৃহীত এই ঐচ্ছিক প্রোটোকলের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী নির্যাতন প্রতিরোধে কার্যকর পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা। এটি জাতিসংঘ কাঠামোর অধীনে পরিচালিত একটি আন্তর্জাতিক প্রক্রিয়া।

উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ ১৯৯৮ সালেই মূল কনভেনশনে অংশ নেয়। এবার সেই ধারাবাহিকতায় ঐচ্ছিক প্রোটোকলে সংযুক্ত হতে যাচ্ছে, যা নির্যাতনবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!