AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“রাষ্ট্র সংস্কারে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়”—আলী রীয়াজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৩ পিএম, ৭ জুলাই, ২০২৫

“রাষ্ট্র সংস্কারে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়”—আলী রীয়াজ

জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সব বিষয়ে ঐকমত্য সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের দশম দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন। আলোচনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিসহ একাধিক রাজনৈতিক দল অংশ নেয়।

আলী রীয়াজ বলেন, "আমরা জানি, সবাই সব বিষয়ে একমত হবেন না। তবে আমাদের আন্তরিক চেষ্টা থাকবে ভুল বোঝাবুঝি এড়াতে এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রস্তাব সাজাতে।"

তিনি উদাহরণ টেনে বলেন, জাতীয় সাংবিধানিক কমিশন (এনসিসি) সংক্রান্ত প্রস্তাবের বিরুদ্ধে অধিকাংশ দল আপত্তি জানানোয় সেটি সংশোধন করা হয়েছে। একইভাবে জনপ্রশাসন সংস্কারে চারটি প্রদেশ গঠনের প্রস্তাব নিয়েও একমত হওয়া যায়নি, তাই তা আলোচনায় আনা হয়নি।

আলোচনার অগ্রগতি প্রসঙ্গে ড. রীয়াজ বলেন, “অনেক বিষয়েই ইতিবাচক আলোচনা হয়েছে, কিছু বিষয়ে এখনো আলোচনা বাকি। যেসব বিষয়ে প্রাথমিক ঐকমত্য হয়েছে, সেগুলো আলাদাভাবে পর্যালোচনা করা হবে। আমরা চেষ্টা করছি, যেসব জায়গায় একমত হওয়া সম্ভব, সেসব নিয়ে এগোতে।”

তিনি আরও জানান, সময় সীমিত হলেও কমিশন এই আলোচনা চালিয়ে যাবে এবং প্রয়োজনে আরও একটি বৈঠকের আয়োজন করা হবে। রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি কমিশনের সঙ্গে আলোচনাকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনার সমন্বয়ে কমিশনের সদস্য হিসেবে ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন, নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কারের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

আলী রীয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা চাই রাজনৈতিক দলগুলোর অবস্থানকে ধারণ করে একটি গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাব তৈরি করতে। এ প্রক্রিয়ায় যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়, সে জন্য আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছি।”

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!