AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মব নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৩ পিএম, ২৪ জুন, ২০২৫

মব নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

রাজধানীতে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা প্রতিরোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীতে জাইকার কারিগরি সহায়তায় এবং ডিএমপির ডিআরএসপি প্রকল্পের আওতায় আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার জানান, উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার বাসায় গণপিটুনির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার কার্যক্রমও চলছে। তিনি বলেন, “আমরা কোনোভাবেই মব জাস্টিসকে অনুমোদন দিচ্ছি না। এর আগে বেশ কয়েকটি ঘটনায় ডাকাতি ও ছিনতাইয়ের মামলা নিয়েছি এবং কিছু ক্ষেত্রে দায়িত্বে অবহেলার জন্য পুলিশ সদস্যদেরও শাস্তির আওতায় আনা হয়েছে।”

তিনি আরও বলেন, “তিন-চার মাস আগেও যেভাবে এ ধরনের ঘটনা বাড়ছিল, এখন তা অনেকটাই কমেছে। আমরা নাগরিকদের অনুরোধ করছি—কোনো অপরাধীকে নিজেরাই ধরে বিচার না করে পুলিশকে জানান। অপরাধী ধরার দায়িত্ব পুলিশের, কাউকেই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই।”

এ সময় ঘরে ঢুকে আসামি ধরার নামে দরজা ভাঙা বা বাড়িতে হানা দেওয়ার ঘটনার প্রতিও সতর্কতা উচ্চারণ করেন তিনি। “এমন অনাকাঙ্ক্ষিত কাজ আমরা বরদাস্ত করি না,” বলেন কমিশনার।

চাঁদাবাজির বিষয়ে তিনি জানান, অভিযোগ পেলেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে। উদাহরণ হিসেবে তিনি জানান, আদাবর থানার একটি ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। এতে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার এবং জাইকার প্রতিনিধিরা।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!