চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
সফরকালে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন বলে জানা গেছে। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আগামী ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে অনুষ্ঠিত হবে।
সফরসঙ্গী হিসেবে ড. ইউনূসের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
লন্ডনে অবস্থানকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বৈঠকে বাংলাদেশের অর্থ পাচার প্রতিরোধ, বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসতে পারে।
এছাড়া, ড. ইউনূস যুক্তরাজ্যের নীতি-গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজ আয়োজিত এক সংলাপেও অংশ নেবেন বলে জানা গেছে।
ঢাকা-লন্ডন কূটনৈতিক মহল মনে করছে, ইউনূস-স্টারমার বৈঠকে রাজনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচন এবং সহিংসতা দমন বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন চাওয়া হতে পারে। পাশাপাশি, যুক্তরাজ্যে থাকা বিগত সরকারের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ নিয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে, অতীতে ব্রিটেনের পক্ষ থেকে বাংলাদেশকে চারটি উড়োজাহাজ সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছিল। এ বিষয়ে নতুন করে আলোচনা শুরির বিষয়েও লন্ডন পক্ষ তাগিদ দিতে পারে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন, আজারবাইজানের কপ-২৯ সম্মেলনে অংশ নেন, মিশরে ডি-৮ সম্মেলন, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম, চীন, থাইল্যান্ড, কাতার, ভ্যাটিকান ও সর্বশেষ জাপান সফর করেন।
একুশে সংবাদ/ ঢ.প/ এ.জে
 
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
