সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট প্রশাসনিক সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরার পর। বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে ৭ সদস্যবিশিষ্ট সচিব কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
তিনি বলেন, "আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে তার দেশে ফেরার পর এ বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।"
এর আগে, সম্প্রতি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির মাধ্যমে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পদোন্নতি ও বেতন কাঠামো সংশ্লিষ্ট বিষয়ে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে কয়েকদিন ধরে সচিবালয়ে কর্মবিরতি, অবস্থান কর্মসূচিসহ নানা আন্দোলন চালিয়ে যাচ্ছে ‘সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’।
ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, "মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়টি আমরা অবগত হয়েছি। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলাপ-আলোচনা করে আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে।"
সচিবালয়জুড়ে সৃষ্ট এই অচলাবস্থা দ্রুত নিরসনের তাগিদ দিচ্ছে বিভিন্ন প্রশাসনিক মহল। সরকারের নীতিনির্ধারক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ বিরাজ করছে।
একুশে সংবাদ / চ.ট/এ.জে