ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে আজ শুক্রবার ২ জুনের ট্রেন যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে। ঈদ ৭ জুন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে ২১ মে থেকে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করে রেল কর্তৃপক্ষ।
আজ ২৩ মে, সেই ধারাবাহিকতায় তৃতীয় দিনের টিকিট বিক্রি চলছে। যাত্রীসেবার মান উন্নয়নে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা যাত্রীদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হবে। ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর জন্য মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত ৭ দিনের টিকিট অগ্রিম দেওয়া হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে এই সময়ের টিকিট ফেরত দেওয়া যাবে না।
ঈদযাত্রাকে সুশৃঙ্খল করতে নেয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাবে বলেও অনেকে আশা প্রকাশ করেছেন।
একুশে সংবাদ//এ.জে