ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। ১ জুনের ট্রেন যাত্রার জন্য বাংলাদেশ রেলওয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে টিকিট বিক্রি শুরু করেছে।
ঈদুল আজহা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে ধরে বাংলাদেশ রেলওয়ে আগেভাগেই ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ ২২ মে বিক্রি হচ্ছে ১ জুনের ট্রেনের টিকিট। যাত্রীসেবার মান উন্নয়নে রেলওয়ে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
রেলওয়ের সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা থেকে বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আগে ৭ দিনের ট্রেন টিকিট অগ্রিম বিক্রির আওতায় আনা হয়েছে। ২১ মে বিক্রি হয়েছে ৩১ মে’র টিকিট। আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে ২ থেকে ৬ জুন পর্যন্ত টিকিট বিক্রি হবে ২৩ থেকে ২৭ মে পর্যন্ত।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। তবে এই সময়কালের টিকিট ফেরত দেওয়া যাবে না।
ঈদযাত্রায় ট্রেন ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখতে বাংলাদেশ রেলওয়ের এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছে যাত্রীরা। অনলাইন ভিত্তিক টিকিট ব্যবস্থা যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে