ঝালকাঠির কাঠালিয়ায় খালে পড়ে লাবিব নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যায় নিজ বাড়ির পাশের খালের পানিতে পড়ে শিশুটি নিখোঁজ হয় এবং পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মৃত লাবিব উপজেলার চেচরী রামপুর ইউনিয়নের ইমাম হাওলাদারের ছেলে।
প্রতিবেশীরা জানান, সন্ধ্যার দিকে শিশুটিকে বাসায় দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে একটি খালে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একুশে সংবাদ/ ঝা.প্র /এ.জে