AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুন্সীগঞ্জের শ্রীনগরে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৪:৪০ পিএম, ১৯ মে, ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে হেরোইনসহ দুই নারী আটক করেছে শ্রীনগর থানা পুলিশ। আটক দুই নারীর কাছ থেকে ২২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। জব্দকৃত হেরোইনের বর্তমান বাজার মূল্য ২ লক্ষ বিশ হাজার টাকা। তাদের সাথে থাকা আরও এক মহিলা পালিয়ে গেছেন বলে জানিয়েছেন শ্রীনগর থানা পুলিশ।

শ্রীনগর থানার এসআই কামরুল হাসান জানান, রবিবার বিকাল ৫.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভত্তিতে জানতে পাই মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শ্রীনগর কলেজ গেইটস্থ মুথুরাপাড়া জনৈক সাগর সাহেবের ছয়তলা বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়ার রুমে ২-৩ জন মহিলা মাদকজাতীয় দ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ পেয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় অফিসার, ফোর্স ও নারী পুলিশসহ ১৮-০৫-২৫ রবিবার বিকাল আনুমানিক ৫.৫৫ ঘটিকার সময় জনৈক মো. সাগর সাহেবের ছয়তলা বাড়ির গেইটের সামনে পৌঁছলে দেখতে পাই তিনজন মহিলা দ্রুতগতিতে গেইট দিয়ে বাহির হয়ে যাচ্ছে। তখন সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় দুজনকে আটক করতে সক্ষম হই এবং একজন সুকৌশলে পালিয়ে যায়।

ধৃত আসামীরা হলো ১। মোসা. সাবিনা বেগম (৩০), স্বামী-নুর ইসলাম, পিতা-মৃত আব্দুল হক তালুকদার, মাতা-মৃত মেহেরজান বেগম, সাং-দক্ষিণ মেদিনী মন্ডল (যশলদিয়া প্রজেক্ট), থানা-পদ্মা উত্তর, জেলা-মুন্সীগঞ্জ। ২। মোছা ফরিদা বেগম (৪০), স্বামী-সাজন মিয়া, মাতা-মৃত খুরশেদা বেগম, সাং-চকারিপুর, থানা-খুকশা, জেলা-কুষ্টিয়া, বর্তমান-সাং-শ্রীনগর কলেজ গেইট মুথুরাপাড়া সাগর সাহেবের বাড়ির ভাড়াটিয়া, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ও ৩। পলাতক আসামি মোসা-সুলতানা বেগম (৪৫), স্বামী-মো. মোশারফ, সাং-আদর্শ পাড়া, যশলদিয়া প্রজেক্ট এর পূর্ব পাশে থানা-পদ্মা উত্তর, জেলা-মুন্সিগঞ্জ।

তাদের কাছ থেকে তল্লাশি করে উদ্ধার করা হয় ২২ (বাইশ) গ্রাম মাদক জাতীয় হেরোইন সাদা পলিথিন দ্বারা মোড়ানো, ২২টি (বাইশ) পোটলায়, প্রতি পোটলায় ০১ গ্রাম করে মোট ২২ গ্রাম হেরোইন বাদামী রং। যাহার অবৈধ বাজারমূল্য প্রতিগ্রাম ১০,০০০/-(দশ হাজার) টাকা ১০,০০০x২২=২,২০,০০০/-(দুই লক্ষ বিশ হাজার) টাকা।

আটক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮ (খ)/৪০ ধারায় মামলা রুজু করিয়া আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহাম্মেদ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।


একুশে সংবাদ/ মু.প্র/এ.জে

Link copied!